প্রশ্ন
সেজদা অবস্থায় প্রস্রাবের ফোটা ঝড়ে, এমন ব্যক্তির জন্য ইমামতী করার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এমন ব্যক্তির জন্য সুস্থ্য ব্যক্তিদের ইমামতী করতে পারবে না। তাই ইমামতী করা থেকে বিরত থাকতে হবে।
السادس السلامة من الأعذار فإن المعذور صلاته ضرورية فلا يصح اقتداء غيره به الخ (مراق الفلاح-157، رد المحتار-2/323)
وَلَا يُصَلِّي الطَّاهِرُ خَلْفَ مَنْ بِهِ سَلَسُ الْبَوْلِ (الفتاوى الهنيدة-1/84
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।