প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার ওয়াসওয়াসার রোগ আছে। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না। তালাক দেবার কথা কল্পনাও করতে পারি না। কিন্তু তালাকের কথা চিন্তা করতে করতে মুখ দিয়ে তালাক শব্দ বেরিয়ে গেছে। এটা একাধিকবার হয়েছে। এখন টেনশনে আছি যে, এর দ্বারা কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে।
দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
তালাক দেবার ইচ্ছে ছাড়া এমনিতে শুধু তালাক শব্দ উচ্চারণ করার দ্বারা কোন তালাক পতিত হয় না।
فإن وجدت قرينة تدل على عدم قصده الطلاق صدق قضاء، ولم يقع عليه طلاق (الموسوعة الفقهية الكويتية-29/26)
لو كرر مسائل الطلاق بحضرتها، أو كتب ناقلا من كتاب: امرأتى طالق مع التلفظ، أو حكى يمين غيره، فإنه لا يقع اصل مالم يقصد زوجته (رد المحتار، كتاب الطلاق، باب الصريح-4/461
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।