প্রশ্ন
মুহাম্মাদ কাওছার, সিলেট শাহপরান (রহ.)
আসসালামু আলাইকুম …
প্রশ্ন
ইমামের ওযু নস্ট হলে আর সিজদারত হলে কিভাবে খলিফা বানাবেন এবং খলিফা কিভাবে ( শুরু) থেকে নামাজ শেষ করবেন?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম সাহেব সেজদা থেকে মাথা তুলে পিছনের মুসল্লিদের মাঝে যাকে উপযুক্ত মনে হবে, তাকে ইশারায় সামনে এসে নামায পূর্ণ করাতে বলবেন। উক্ত খলীফা প্রথমে সেজদা পূর্ণ করবে, তারপর নিয়ম মাফিক বাকি নামায পূর্ণ করবে।
সহজ ভাষায় বললে, যাকে খলীফা নিযুক্ত করবে ইমাম, উক্ত খলীফা ইমাম যে রুকন থেকে বিদায় নিয়েছেন, উক্ত রুকন থেকে বাকি নামায পূর্ণ করাবেন।
وإن كان المحدث اماما جر ممن يصلح للإمامة فإذا توضا عاد واتم فى مكانه حتما إن كان إمامه أى الذى استخلفه فإنه امام له وللقوم لم فيرغ عن الصلاة، وفى شرح الطحاوى يشتغل أولا بقضاء ما سبقه الإمام بغير قراءة لأنه لاحق ثم يقضى أخر صلاته، (محمع الأنهر، كتاب الصلاة، باب الحدف فى الصلاة-172، تاتارخانية، كتاب الصلاة، الفصل السادس عشر فى الإستخلاف-2/370
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।