প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী গাছের ফলমূল খাওয়া যাবে?

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী গাছের ফলমূল খাওয়া যাবে?

প্রশ্ন

From: নাজমুল হাসান
বিষয়ঃ সরকারি গাছের ফল খাওয়ার তাহকিক

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,
শায়িখ,আমি তেজগাঁও  এর একটি সরকারি কলেজ থেকে বলছি।  কলেজের ভিতরেই হলে থাকি। এখানে বিভিন্ন ফলবান বৃক্ষ রয়েছে।  হলের ছাত্রদের ওগুলো ধরতে মানা।  এজন্যই ওগুলোর প্রতি ওদের আগ্রহের সীমা নেই। তার উপর চোখের সামনে বাইরের বিশিষ্ট যুবক সমাজ  ফলমুলের হক আদায় করেন।  করতিপক্ষ উনাদের বিরক্ত করেন না।  তাই মাঝে সাঁঝে ফলমূল কর্তৃপক্ষকে বিরক্ত না করে আমাদের হলে চলে আসেন।
যেমন আজ সকালে আমার কামরায় এলো আস্ত একটি কাঁঠাল!
প্রশ্ন হলো এই কাঁঠাল কি হালাল খাদ্য?
(অতি দ্রুত জানালে ভালো হয়)
জাযাকাল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী গাছের ফলমুল ভক্ষণ করা জায়েজ নয়। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক।

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِالنَّاسِ  بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٨]

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে-শুনে পাপ পন্থায় আত্নসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না। [সূরা বাকারা-১৮৮]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …