প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রী স্বামীকে বলল ‘তুমি তিন তালাক’ এভাবে বললে তালাক হয়?

স্ত্রী স্বামীকে বলল ‘তুমি তিন তালাক’ এভাবে বললে তালাক হয়?

প্রশ্ন

From: তারেক হুসাঈন
বিষয়ঃ স্ত্রী স্বামীকে তিন তালাক বলা

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মান্যবর মুফতি সাহেব!
জনৈক স্ত্রী স্বামীর উপর রাগান্বিত হয়ে স্বামীকে বললো “তুমি তিন তালাক”। এমতাবস্থায় শরীয়তের বিধান কি?
জানাতে হুজুরের মর্জি হয়।
(এরপর থেকে স্বামী স্ত্রীর সাথে না কথা বলছে, না দেখা দিচ্ছে।)
আল্লাহ আমাদের উপর রহম করুন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করলেই কেবল স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারে।

স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা ছাড়াই স্ত্রী নিজের পক্ষ থেকে স্বামীকে বলা যে, “তুমি তিন তালাক” এভাবে তালাক দেবার দ্বারা তালাক হয় না।

ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ (الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …