প্রচ্ছদ / ইসলামী আইন/শরয়ী শাস্তিবিধান / লণ্ড্রী থেকে কাপড় হারিয়ে গেল জরিমানা দিতে হবে?

লণ্ড্রী থেকে কাপড় হারিয়ে গেল জরিমানা দিতে হবে?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার একটি লণ্ড্রী আছে। পূর্ণ সতর্কতার পরেও অনেক সময় কাপড় হারিয়ে যায়। এক্ষেত্রে আমার করণীয় কী? জরিমানা দিতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি পূর্ণ সতর্কতার পরেও লণ্ড্রী থেকে কাপড় চুরি বা হারিয়ে যায়, তাহলে জরিমানা দিতে হবে না। কারণ, কাপড়টি আমানত ছিল। আর আমানতের বস্তু সতর্কতা সত্বেও হারিয়ে গেলে বা চুরি হলে জরিমানা দিতে হয় না।

তবে অসতর্কতার কারণে চুরি বা হারিয়ে গেলে জরিমানা দিতে হবে।

ومن استجار رجلا على خياطة ثوبه أو على قصارة ثوبه فقبضه فتلف فى يده بغير فعله وبغير تعد منه فلا ضمان عله (الفتاوى الهنيدة-4/501، بزازية على هامش الهندية-5/88

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …