প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়লে নামায হবে কি?

ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়লে নামায হবে কি?

প্রশ্ন

ছবিযুক্ত কাপড় পরিধান করে নামায পড়লে নামায হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ছবি পরিস্কার বুঝা যায় আবছা না হয়, তাহলে এমন কাপড় পরিধান করে নামায পড়া মাকরূহে তাহরীমী। তাই এ কাজ অবশ্যই পরিত্যাজ্য।

وإن كان التماثيل على الازار والستر فمكروه، …. ويكره التصاوير على الثوب صلى فيه او لم يصل عليه (خلاصة الفتاوى، كتاب الصلاة-1/58، المحيط البرهانى-2/139)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …