প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের দানবক্সের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়া যাবে কি?

মসজিদের দানবক্সের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়া যাবে কি?

প্রশ্ন

From: ফেরদৌস
বিষয়ঃ ঈমামের বেতন প্রসংগে

মসজিদের দানের টাকা দিয়ে কি ঈমামের মাসিক বেতন দেওয়া যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মসজিদে মুসল্লীগণ দান করে থাকেন মসজিদের প্রয়োজনে সেই টাকা ব্যয় করার জন্য। আর ইমাম মুয়াজ্জিনের বেতন সেই জরুরুতের অন্তর্ভূক্ত। তাই মসজিদের দানবাক্সের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়া জায়েজ আছে।

ويبدأ من غلته بعمارته ثم ما هو أقرب لعمارته كإمام ومدرس مدرسة يعطون بقدر كفايتهم (الدر المختار مع الشامى، كتاب الوقف، مطلق يبدأ من غلة الوقف بعمارته-6/599، هندية-2/368، البحر الرائق-5/356

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …