প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করার হুকুম কী?

আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করার হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপন ভাগ্নির মেয়ে এবং তার মেয়ের মেয়ে এভাবে তার নিচের যত মেয়ে হবে তাদের কাউকে বিয়ে করা জায়েজ নয়।

فتحرم بنات الاخوة والاخوات وبنات اولاد الاخوة والاخوات وان نزلن (رد المحتار، كتاب النكاح؛ باب المحرمات-3/28؛ سعيد؛ الفااوى الهندية-1/273)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …