প্রশ্ন
আসসালামু আলাইকুম,
প্রশ্নটা আমার একটি সফটওয়্যার ফার্ম আছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে একাউন্টিং সফটওয়্যার বিক্রি করি এবং সাথে প্রয়োজনীয় ট্রেনিং ও সাপোর্ট দিয়ে থাকি।
একটি ধর্ম প্রচার সংস্থা যারা সারা বাংলাদেশে প্রচারের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষকে তাদের ধর্মে ধর্মান্তর করে থাকে। এমনকি মুসলিমদেরকেও তারা ধর্মান্তর করে থাকে। এই প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল হিসাব রাখার জন্য আমার ফার্ম থেকে একাউন্টিং সফটওয়্যার কিনতে চায়। সাথে প্রয়োজনীয় ট্রেনিং এবং সাপোর্ট।
প্রশ্ন হচ্ছে, এই প্রতিষ্ঠানে সফটওয়্যার বিক্রয় করা উচিৎ হবে কিনা? জানাটা খুব জরুরী।
উত্তর দিলে খুব উপকৃত হবো।
যজাকাল্লাহ খায়ের!
মোহাম্মদ হাফিজুর রহমান
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি নিশ্চিতভাবে জানা থাকে যে, একাজের জন্যই তারা এ সফটওয়্যার ব্যবহার করবে। তাহলে তা বিক্রি করা জায়েজ হবে না।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়িদা-২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]