প্রচ্ছদ / প্রশ্নোত্তর / অনির্ধারিত কাযা রোযার ফিদিয়া কিভাবে আদায় করবে?

অনির্ধারিত কাযা রোযার ফিদিয়া কিভাবে আদায় করবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ,

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আমার কিছু প্রশ্ন ছিলো। দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।

আমার আম্মু আলহামদুলিল্লাহ নিয়মিত রোজা রাখেন। কিন্তু আম্মুর কিছু রোজা কাজা রয়ে গেছে ( মাসিক এবং অসুস্থতার কারণে) যা তিনি এখন আর কাজা করতে পারছেন না কারণ তিনি এখন অসুস্থ। আর তিনি এটাও মনে করতে পারছেন না কতগুলো রোজা কাজা রয়েছে। আম্মুকে বলেছিলাম অনুমান করে হিসাব করতে কিন্তু তিনি তাও পারছেন না। কতগুলো রোযার জন্য ফিদিয়া দিতে হবে বুঝবো কি করে ?

দয়া করে উত্তর জানাবেন। আমার উত্তরটা জানা খুব দরকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এক্ষেত্রে তার এখন বয়স কত? কত বছর থেকে রোযা ফরজ হয়েছে? প্রতি রোযায় আনুমানিক কতটি রোযা করে কাযা হয়েছে অনুমান করে একটি হিসেব বের করে প্রবল অনুমানের উপর একটি সংখ্যা নির্দিষ্ট করে ফিদিয়া আদায় করে দিন।

من لا يدري كمية الفوائت يعمل بأكبر رأيه فإن لم يكن له رأي يقض حتى يتيقن أنه لم يبق عليه شيء (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب قضاء الفوائت-447)

فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٤]

অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার।  [সূরা বাকারা-১৮৪]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …