প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ছেলেদের জন্যে স্বর্ণ ব্যবহারের বিধান

ছেলেদের জন্যে স্বর্ণ ব্যবহারের বিধান

প্রশ্ন

From: Amdadul hoque

বিষয়ঃ ছেলেদের জন্যে স্বর্ণ ব্যবহারের বিধান।

হুজুর বরকে বিবাহের সময় কনে পক্ষ থেকে স্বর্ণের আংটি ও চেইন উপহার দিছে,এখন বর কি স্বর্ণ ব্যবহার করতে পারবে। না পারলে উপহার কি করবে। দেওয়ানবাগীর এক ভিডিও ওজাযে দেখছিলাম সে বলছে ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল,প্রশ্ন স্বর্ণ ব্যবহারের শরিয়তের বিধান কি।উওর টি তাড়াতাড়ি দিলে উপকৃত হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। হাদীসের মাঝে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে। তাই আপনার জন্য তা ব্যবহার করা বৈধ হবে না। নিজের স্ত্রী বা আত্মীয় স্বজনকে উপহার দিয়ে দিন। বা বিক্রি করে অন্য কোন কাজে লাগাতে পারেন। দেওয়ানবাগীর মত দ্বীন ধর্ম সম্পর্কে অজ্ঞ ও শিরকী আকীদা সম্পন্ন ব্যক্তির কথার কোন ধর্তব্যতা নেই। তার বয়ান শোনা থেকে বিরত থাকুন। এই লোক নিজে যেমন পথভ্রষ্ট গোমরাহ, তার অনুসারীরাও একই পর্যায়ের পথভ্রষ্ট গোমরাহ।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ، فَنَزَعَهُ فَطَرَحَهُ، وَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ»، فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ، قَالَ: لَا وَاللهِ، لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখতে পেলেন। তখন তিনি তা খুলে ছুড়ে ফেলে দিলেন। বললেনঃ তোমাদের কেউ কেউ জাহান্নামের জলন্ত অঙ্গার নিয়ে হাতে পরিধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত স্থান থেকে প্রস্থানের পর উক্ত ব্যক্তিকে বলা হল, উক্ত আংটিটি নিয়ে কাজে লাগাও। সাহাবাটি বললেন, না, আল্লাহর কসম! যে বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনোই গ্রহণ করবো না। [সহীহ মুসলিম, হাদীস নং-২০৯০]

عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ حَرِيرًا وَلَا ذَهَبًا “

হযরত উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা উপর এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন রেশমী কাপড় এবং স্বর্ণ ব্যবহার না করে। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২২২৪৮]

قَالَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ لَبِسَ الذَّهَبَ مِنْ أُمَّتِي، فَمَاتَ وَهُوَ يَلْبَسُهُ لَمْ يَلْبَسْ مِنْ ذَهَبِ الْجَنَّةِ

হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে যে ব্যক্তি স্বর্ণ পরিহিত অব্স্থায় মারা যায়, তাকে জান্নাতের স্বর্ণ পরিধান করানো হবে না। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৯৪৭]

أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ، أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِنَّكَ جِئْتَنِي وَفِي يَدِكَ جَمْرَةٌ مِنْ نَارٍ

হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। নাজরান থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল। তার হাতে ছিল স্বর্ণের আংটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, নিশ্চয় তুমি জাহান্নামের জলন্ত অঙ্গার তোমার হাতে নিয়ে এসেছো। [সুনানে নাসায়ী, হাদীস নং-৫১৮৮, মুসনাদে আহমাদ, হাদীস নং-১১১০৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৪৮৯]

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ «نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ»

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করছেন। [সহীহ বুখারী, হাদীস নং-৫৮৬৪]

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَنَبَذَهُ فَقَالَ: «لاَ أَلْبَسُهُ أَبَدًا» فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ

হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরিধান করলেন। তারপর তার খুলে ফেলে দিলেন, এবং বললেন, কখনোই এটি পরিধান করো না। তখন সমস্ত সাহাবাগণ তাদের (স্বর্ণের) আংটি খুলে ফেলে দিলেন। [সহীহ বুখারী, হাদীস নং-৫৮৬৭]

عَلِيٍّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا وَذَهَبًا فَقَالَ هَذَانِ حَرَامَانِ عَلَى ذُكُورِ أُمَّتِي حِلٌّ لِإِنَاثِهِمْ

হযরত আলী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম এবং স্বর্ণ নিলেন, তারপর বললেন, এ দু’টি বস্তু আমার উম্মতের পুরুষের জন্য হারাম কিন্তু নারীদের জন্য জায়েজ। [ফাতহুল বারী-১০/২৯৬, নারীদের রেশম পরিধান করার অধ্যায়]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …