প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হস্তমৈথুনের মাধ্যমে ভঙ্গকৃত রোযার ক্ষেত্রে করণীয় কী?

হস্তমৈথুনের মাধ্যমে ভঙ্গকৃত রোযার ক্ষেত্রে করণীয় কী?

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

আস সালামুআলাইকুম।
আপনাদের সাইটের মাধ্যমে অনেক অজানা বিষয় জানতে পেরেছি। আমার জানার বিষয় হচ্ছে হস্তমৈথুন্যজনিত কারনে আমি বিগত বছরগুলোর অনেক রোজা নষ্ট করেছি। এখন সেগুলো কিভাবে আদায় করব? যথাসম্ভব দ্রুত উত্তর জানালে ভাল হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আগামী রমজান আসার আগেই সেই সমস্ত রোযার কাযা আদায় করে নেয়া কর্তব্য। তাই কাযা রোযা সমূহের কাযা আদায় করে নিন।

ভবিষ্যতে এহেন গোনাহ থেকে মুক্ত থাকার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করুন।

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي،

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোযা হল আমার জন্য! আর আমিই এর প্রতিদান দিবো। রোযাদার তার শারিরীক চাহিদা এবং খানা পানীয় থেকে বিরত থাকে আমারই জন্য। [বুখারী, হাদীস নং-৭৪৯২]

الصَّائِمُ إذَا عَالَجَ ذَكَرَهُ حَتَّى أَمْنَى يَجِبُ عَلَيْهِ الْقَضَاءُ، وَهُوَ الْمُخْتَارُ كَذَا فِي التَّجْنِيسِ والولوالجية وَبِهِ قَالَ عَامَّةُ الْمَشَايِخِ كَذَا فِي النِّهَايَةِ (البحر الرائق، كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده-2/475، وكذا فى الهندية-1/205، الباب الرابع فيما يفسد وما لا يفسد، كتاب الصوم

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …