প্রশ্ন
বিবাহিত মহিলাদের জন্য সাদা কাপড় পরিধান করার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
মহিলাদের জন্য সকল প্রকার রং এর কাপড় পরিধান করার অনুমতি রয়েছে। সেই হিসেবে সাদা রং পড়তেও কোন সমস্যা নেই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]