প্রশ্ন
শ্রদ্ধেয় মুফতী সাহেব। আমার একটি বোরকা কাপড়ের দোকান আছে। যাতে আমি বিভিন্ন ধরণের বোরকা বিক্রি করি। বোরকার বিভিন্ন ডিজাইন রয়েছে। বিভিন্ন রঙ্গের হিজাব রয়েছে। রঙ্গ বেরঙ্গের বোরকা। অনেক কারুকার্য করা বোরকা।
আমার প্রশ্ন হল, এসব বোরকা পরিধান করার হুকুম কী? আর আমি যে ডিজাইন করা রঙ্গিন বোরকার ব্যবসা করি এতে কি আমি গোনাহাগার হবো?
উত্তর
بسم الله الرحمن الرحيم
বোরকার দ্বারা উদ্দেশ্য হল, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেয়া, যাতে করে পরপুরুষের নজর শরীরে না পড়ে।
উপরোক্ত উদ্দেশ্যটি শরীর ঢেকে দেয় এমন প্রতিটি বোরকা দ্বারাই অর্জিত হয়ে যায়।
বাকি খেয়াল রাখা যেন বোরকা এমন না হয়, যার উপরের অংশ থেকেই পুরুষদের আকর্ষিত করে। এ হিসেবে কালো বোরকা পরিধান করাই সর্বোত্তম।
যদি ডিজাইন করা বোরকা পরিধান করা হয়, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, তাহলে খারাপ নিয়তের কারণে উক্ত মহিলা গোনাহগার হবে।
কিন্তু এ কারণে এসব বিক্রিকারীর উপর গোনাহ অর্পিত হবে না। তাই সব ধরণের বোরকা বিক্রি করা যাবে।
أَنَّ عَائِشَةَ، قَالَتْ: لَقَدْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ المُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ، ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ
‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন আর তাঁর সঙ্গে অনেক মু’মিন মহিলা চাদর দিয়ে গা ঢেকে শরীক হতো। অতঃপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেতো। আর তাদেরকে কেউ চিনতে পারতো না [সহীহ বুখারী, হাদীস নং-৩৭২]
أن النساء ايضا مأمورات بغض البصر عن الرجال الأجانب كما ان الرجل مأمورون بغض البصر من النساء الأجنبيات (احكام القرآن للتهانوى-3/43)
وإنما تحصل المعصية بفعل فاعل مختار (رد المحتار-9/562)
وان قامت المعصية بعينه يكره بيعه تحريما والا فتنزيها (رد المحتار-9/561
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]