প্রশ্ন
From: মোঃ আফসার হোসেন
বিষয়ঃ তারাবীর নামাজ
আস সালামু আলাইকুম,
রোজা রাখার ক্ষেত্রে তারাবীর নামাজের গুরুত্ব কী? তারাবীর নামাজ না পরলে কী রোজা হবেনা? অনেকে বলে তারাবীর নামাজ না পরলে রোজা আল্লাহর দরবারে পৌছায় না। এর সত্ততা কতটুকু?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা রাখা ফরজ। তারাবীহ পড়া সুন্নতে মুআক্কাদা। দু’টিই স্বতন্ত্র ইবাদত। একটির কারণে অন্যটি হবে না দাবি করা অজ্ঞতা বৈ কিছু নয়।
তারাবীহ পড়া সুন্নতে মুআক্কাদা। তাই এটি ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেবার গোনাহ হবে। বছরে একটি রহমতের মাস রমজান। যার প্রতিটি সিজদা অনেক দামী। তাই তারাবীহ ছেড়ে দেবার অভ্যাস খুবই গর্হিত।
(قَوْلُهُ وَالْجَمَاعَةُ فِيهَا سُنَّةٌ عَلَى الْكِفَايَةِ إلَخْ) أَفَادَ أَنَّ أَصْلَ التَّرَاوِيحِ سُنَّةُ عَيْنٍ، فَلَوْ تَرَكَهَا وَاحِدٌ كُرِهَ، بِخِلَافِ صَلَاتِهَا بِالْجَمَاعَةِ فَإِنَّهَا سُنَّةُ كِفَايَةٍ، فَلَوْ تَرَكَهَا الْكُلُّ أَسَاءُوا؛ أَمَّا لَوْ تَخَلَّفَ عَنْهَا رَجُلٌ مِنْ أَفْرَادِ النَّاسِ وَصَلَّى فِي بَيْتِهِ فَقَدْ تَرَكَ الْفَضِيلَةَ، وَإِنْ صَلَّى أَحَدٌ فِي الْبَيْتِ بِالْجَمَاعَةِ لَمْ يَنَالُوا فَضْلَ جَمَاعَةِ الْمَسْجِدِ (رد المحتار، كتاب الصلاة، باب الوتر والنوافل، مبحث صلاة التراويح-2/495
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]