প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / সুদী ভিত্তিতে বা হারাম টাকা ঋণ হিসেবে গ্রহণ করে ব্যবসা করার হুকুম কী?

সুদী ভিত্তিতে বা হারাম টাকা ঋণ হিসেবে গ্রহণ করে ব্যবসা করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি নাম প্রকাশ করতে চাই না। আমার দু’টি প্রশ্ন আছে।

আমি বিজনেস করতে চাই, কারো কাছ থেকে বা ব্যাংক থেকে যদি লোন করি, এবং প্রতি মাসে ইন্টারেষ্ট দেই, তবে কি আমার ব্যবসা হারাম হয়ে যাবে? না শুধু সুদের গোনাহ হবে?

আমি কোন ব্যক্তির কাছ থেকে লোন নিবো, কোন প্রকার সুদ নিবে না ঐ ব্যক্তি। কিন্তু আমি জানি, তার ঐ টাকা বৈধ নয়, ঐ ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে যদি, আমি বিজনেস করি এবং হালাল টাকা দিয়ে তার ঋণ শোধ করি তবে কি বিজনেস হালাল হবে? না হারাম হবে?

উত্তর দিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনাদের সত্যের ধারক ও বাহক হিসেবে কবুল করুন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সুদ গ্রহণ, সুদ প্রদান উভয়ই লানতপ্রাপ্ত গোনাহ। তাই এ ভিত্তিতে ঋণ নিয়ে ব্যবসা করা জায়েজ নয়। হারাম। হারাম টাকায় ব্যবসাকৃত সম্পদও হারাম হবে। তাই এ কাজ থেকে বিরত থাকা আবশ্যক।

 

হারাম টাকা ঋণ হিসেবে গ্রহণ করাও বৈধ নয়। তবে যদি না জেনে গ্রহণ করে, তাহলে ব্যবসাটি হারাম হবে না। শুধু টাকা পরিশোধ করে দিলেই ব্যবসাটি হালাল হয়ে যাবে। কিন্তু জেনেশুনে হারাম টাকা দিয়ে ব্যবসা গ্রহণ করে ব্যবসা করা বৈধ নয়।

তাই একাজ থেকেও বিরত থাকতে হবে।

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

ولا يجوز قبول هدية أمراء الجور لأن الغالب في مالهم الحرمة إلا إذا علم أن أكثر ماله حلال بأن كان صاحب تجارة أو زرع فلا بأس به لأن أموال الناس لا تخلو عن قليل حرام فالمعتبر الغالب (الفتاوى الهندية، كتاب الكراهية، الثاني عشر في الهدايا والضيافات-5/342

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *