প্রশ্ন
নামঃ জমীরুদ্দীন
ফ্রমঃ ইন্ডিয়া
হুজুর! আমি একজন ফটোশপ এক্সপার্ট। আমার একটা দোকান আছে। আমি সেখানে ফটো তুলি। এটা ছাড়া আমার আর কোন ইনকাম নেই। যেহেতু বর্তমানে প্রায় কাজেই হাফ ফটো মাষ্ট। তাই আমি জানতে চাই যে, সব ধরণের ফটো তোলাই কি আমার নাজায়েজ হচ্ছে? নাকি হাফ ফটো তুলতে পারবো?
আশা করি যতো তাড়াতাড়ি সম্ভব উত্তর জানিয়ে বাধিত করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অহেতুক ছবি তোলা জায়েজ নয়। কিন্তু বাধ্য হলে জায়েজ আছে। সেই হিসেবে যেহেতু প্রয়োজন হাফ ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি তোলার দ্বারা প্রয়োজন পূর্ণ হয়ে যায়। তাই সেই প্রয়োজন পূর্ণের তাগিদে পাসপোর্ট সাইজের ছবি তোলার অনুমতি রয়েছে। সেই হিসেবে এমন ফটো তুলে দেয়ার দোকান করে ব্যবসা করাও জায়েজ হবে।
তবে খেয়াল রাখতে হবে যেন বড় ছবি তোলা না হয়। শুধু পাসপোর্ট সাইজের ছবিই তোলা যাবে। অন্য ছবি নয়।
قَاعِدَة الضرورات تبيح الْمَحْظُورَات
তীব্র প্রয়োজন হারামকে হালাল করে দেয়। [কাওয়ায়েদুল ফিক্বহ, কায়দা নং-১৭০]
قَاعِدَة الضرورات تقدر بِقَدرِهَا
জরুরত তার সীমায় সীমিত থাকবে। [কাওয়ায়েদুল ফিক্বহ, কায়দা নং-১৭১]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]