প্রশ্ন
আসসালামু আলাইকুম….
হযরত কেমন আছেন?
প্রশ্নঃ আমার minimum graduation compete হয়েছে, আরও পড়াশুনার নিয়ত আছে। কিন্তু বর্তমানে আমি চাকরি খুজতেছি। এমতাবস্থায় ঢাকা শহরে যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে স্টুডেন্ট ভাড়া দেওয়া বৈধ হবে কি?
যথাসম্ভব দ্রুত উত্তর প্রদানের বিশেষ অনুরোধ রইল।
Redwan Hussain Rahat
South komlapur,Dhaka.
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি এখন কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন না। করবেন বলে নিয়ত আছে। তাই ছাত্রদের জন্য সরকার কর্তৃক আইনকৃত ছাত্রত্বের সুবিধা গ্রহণ আপনার জন্য বৈধ হবে না।
রাসূল সাঃ ইরশাদ করেছেন,
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
মুসলমানরা স্বীয় শর্তে অটুট থাকবে। [আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-ইমাম আবূ হানীফা ইসলামী রিসার্চ সেন্টার পিরোজপুর।
ইমেইল– [email protected]