প্রশ্ন
From: তাসফিন আহমাদ
বিষয়ঃ রোযা
প্রশ্নঃ
আমি সেহেরি করার সময় আজান শুনতে পাইনি কিন্তু সেহেরি করার পর বুঝতে পেরেছি যে আজান শেষ হয়ে গিয়েছে এখন কি আমার রোজা হবে…???
উত্তর
بسم الله الرحمن الرحيم
আজান দেয়া বা আজান শুরু ও শেষ করার সাথে সেহরী ও রোযার কোন সম্পর্ক নেই। আপনি সেহরী যখন শেষ করেছেন, তখন সময়টা কত ছিল? আর সেদিনকার সেহরীর শেষ সময় কত?
এ দু’টি বিষয় নির্ণয় করে আপনি নিজেই বের করে নিতে পারবেন আপনার রোযা হয়েছে কি না?
যদি আপনি সেহরীর নির্ধারিত সময়ের আগেই সেহরী শেষ করে থাকেন, তাহলে আপনার রোযা হয়েছে, আর যদি সেহরীর সময় শেষ হবার পরও সেহরী খেয়ে থাকেন, তাহলে আপনার রোযা হয়নি।
উক্ত রোযাটি রমজানের পর কাযা করতে হবে।
আজান শেষ পর্যন্ত খেয়েছেন, বা আজান শুনেছেন কি না? এসব কিছুই সেহরী ও রোযার বিধানের সাথে সম্পর্কিত কোন বিষয় নয়। সেহরী ও রোযার সম্পর্ক হল, সুবহে সাদিক শুরু হওয়ার সাথে।
َكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]
আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]