প্রচ্ছদ / সংবাদ / ইফতা (ফাতওয়া) বিভাগ

ইফতা (ফাতওয়া) বিভাগ

অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে, তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা আল্লাহর রহমাতে আরবী নাম ‘মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা’ নামে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করছে।

সেই হিসেবে ১৪৪০/৪১ হিজরী মোতাবিক ২০১৯/২০ ঈসাব্দ শিক্ষাবর্ষে ‘আততাখাসসুস ফিল ফিক্বহী ওয়াল ইফতা’ তথা ফাতওয়া বিভাগ জামাত খোলা হচ্ছে।

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী

# আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ও আকাবীরে দেওবন্দের চিন্তা-চেতনায় খাঁটি ওয়ারীসে নবী তৈরী।

# কুরআন ও হাদীস থেকে যুগ জিজ্ঞাসার সমাধানে মৌলিক নীতিমালার পাঠদান।

# সরাসরি আরবী ফাতওয়া থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।

# ফিক্বহে হানাফীর ক্ষেত্রে পূর্ববর্তী মুফতী ও আকাবীরদের দৃষ্টিভঙ্গির আলোকে ফাতওয়া প্রদানের ঊসূল-নীতিমালা শিক্ষাদান।

# তিন সেমিষ্টার ভিত্তিক তাদরীস-তামরীন ও মুতালাআ সমাপন।

# কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক মুতালাআর মৌলিক ধারণা প্রদান।

# সার্বক্ষণিক দক্ষ উস্তাদদের তত্বাবধানে সূচিবব্ধ নিযামুল আওকাত অনুসরণ।

# ফিরাক্বে বাতিলা তথা বাতিল ও ভ্রান্ত মতবাদ খণ্ডনে কুরআন, হাদীস ও যুক্তির নিরিখে পারদর্শী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা।

# বাহাস ও মুনাযারা প্রশিক্ষণ ও ইলমী বিষয় সহজ ভাষায় আম মাহফিলে উপস্থাপন প্রশিক্ষণ।

# আক্বায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে প্রামাণিক প্রাজ্ঞতা অর্জন।

# ক্লাস ও মুতালাআ সূচিবদ্ধ নিজামুল আওকাত অনুযায়ী পরিচালিত হবে।

মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া তথা তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের ১৪৪০/৪১ হিজরী শিক্ষাবর্ষের “আততাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ফাতওয়া” তথা ইফতা বিভাগে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী নিচে প্রদত্ব হলঃ

ইফতা বিভাগে ভর্তির যোগ্যতাঃ

কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস জামাতের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে জায়্যিদ জিদ্দান তথা প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি শুরু

৫ই শাওয়াল ১৪৪০ হিজরী।

তবে বিশেষ বিবেচনায় হাইয়াতুল উলয়া কর্তৃক অনুষ্ঠেয় দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশের পর রমজানেই ভর্তি হওয়া যাবে।

মৌখিক পরীক্ষার বিষয়ঃ

বুখারী ১ম খণ্ড, তিরমিজী ১ম খণ্ড, হেদায়া ১ম খণ্ড এবং নূরুল আনোয়ারের কিতাবুল্লাহ।

ভর্তি ফরমঃ ২০০/= [২ শত টাকা]

ভর্তি ফিঃ ৩,০০০/= [৩ হাজার টাকা]

মাসিক প্রদেয়ঃ ৩,৫০০/= [৩ হাজার ৫শত টাকা]

 

যোগাযোগ

পরিচালক

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।

১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।

(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, ১২ নং ফ্ল্যাট)

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে

মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356

0Shares

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …