প্রশ্ন
মোঃ শামসুল আরিফিন
মহাখালী, তেজগাঁও, ঢাকা
শ্রদ্ধেয় মুফতী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।
কাপড়ে নাপাকি লাগলে তা কি “বিসমিল্লাহ” বলে ধুইতেই হবে? ” বিসমিল্লাহ ” না বলে ধুইলে কি পাক হবে না?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করার সময় বিসমিল্লাহ পড়া উত্তম। সেই হিসেবে পবিত্র অর্জনের শুরুতে বিসমিল্লাহ পড়াটাও উত্তম আমল। কিন্তু এর মানে এই নয় যে, বিসমিল্লাহ না বললে কাপড় পবিত্রই হবে না। এটি ভুল কথা। “বিসমিল্লাহ না বললে কাপড় পবিত্র হবে না” এমন কথা কুরআন ও হাদীস ও কুরআন ও হাদীসের বিধানাবলী সুবিন্যস্ত রূপ ফিক্বহে ইসলামীর কোথাও বলা হয়নি। তাই এ ভুল ধারণা থেকে মুক্ত থাকতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” كُلُّ كَلَامٍ، أَوْ أَمْرٍ ذِي بَالٍ لَا يُفْتَحُ بِذِكْرِ اللهِ، فَهُوَ أَبْتَرُ – أَوْ قَالَ: أَقْطَعُ – ” (مسند احمد، رقم الحديث-8712
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]