প্রশ্ন
বিষয়ঃ তারাবীহ
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম
জনাব সূরা তারাবীহ পড়িয়ে টাকা নেয়া জায়েয আছে কি? ভারতের শাহী মুরাদাবাদের ফতোয়াতে তো মুতলাকভাবে জায়েয বলা হয়েছে।বিষয়টি ভালভাবে জানতে চাই।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন মুহাক্কিক উলামায়ে দেওবন্দ শুধু তারাবীহ পড়িয়ে টাকা নেয়াকে জায়েজ বলেছেন মর্মে আমাদের জানা নেই।
বরং অনেকেই রমজান মাসে কয়েক ওয়াক্ত নামাযের জন্য ইমাম নিযুক্ত করে সেই হিসেবে তারাবীহ পড়িয়ে পারিশ্রমিক নিয়ে তা বৈধ হবার কথা বলেছেন। কিন্তু শুধু তারাবীহ পড়িয়ে টাকা নেবার বৈধতার কথা কোন মুহাক্কিক উলামায়ে দেওবন্দ বলেছেন বলে আমরা জানি না।
আমরা ইতোপূর্বে একটি লিখায় কিছুটা দালিলীক আলোচনা করেছি এ বিষয়ে। দেখতে পারেন- https://ahlehaqmedia.com/401-2/
যেখানে আমরা দলীলের আলোকে প্রমাণ করেছি শুধুমাত্র চার বিষয়ে উজরত আলাত ত্বআত বৈধ। যথা-শিক্ষাদান, ইমামতী, বয়ান, ও মুআজ্জিনী। এ চারটি বিষয় ছাড়া অন্য কোন ত্বয়াতের বিনিময় গ্রহণ জায়েজ নয়।
যা প্রায় সমস্ত উলামায়ে দেওবন্দের ফাতওয়া।
কিন্তু যেহেতু ইদানিং কতিপয় উলামায়ে দেওবন্দের দিকে নিসবত করে উক্ত বিষয়টিকে জায়েজের ফাতওয়া দেবার চেষ্টা চলছে। তাই ব্যাপক দলীলভিত্তিকভাবে উক্ত বিষয়টি আবারো লেখার প্রয়োজনীয়তা অনুভব করছি।
ইনশাআল্লাহ রমজানের শুরুতেই আশা করছি একটি বড়সড় প্রবন্ধ তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার থেকে প্রকাশ করা হবে।
আমরা এখানে শুধু সংক্ষেপে কতিপয় উলামায়ে দেওবন্দের নাম উল্লেখ করছি যারা তারাবীহ পড়িয়ে বিনিময় গ্রহণকে অবৈধ ঘোষণা করেছেন-
১
হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ। [ইমদাদুল ফাতওয়া-১/৪৮৫]
২
আল্লামা যফর আহমাদ উসমানী রহঃ। [ইমদাদুল আহকাম-৩/৫৫৯]
৩
দারুল উলুম দেওবন্দের বর্তমান সকল শিক্ষক মুহাদ্দিস্ ও মুফতীদের সর্বসম্মত মতামত। [মুআওয়াজা আলাত তারাবীহ কি শরয়ী হাইসিয়্যাহত]
৪
মুফতী তাকী উসমানী দা.বা. এর দারুল উলুম করাচীর মুফতীদের ফাতওয়া। [মুআওয়াজা আলাত তারাবীহ কি শরয়ী হাইসিয়্যাহত]
৫
মুফতী সালমান মানসূরী দা.বা. এর নিগরানীতে লিখা আনওয়ারে রহমাত গ্রন্থ দ্রষ্টব্য। যার শেষের দিকে জায়েজের দাবিদারদের খন্ডনে বড় প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।
এ লিষ্ট অনেক দীর্ঘ। আমি শুধু বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম লিখলাম। ইনশাআল্লাহ সামনের নাতিদীর্ঘ প্রবন্ধে এ বিষয়ে বিস্তারিত আলোচনার ইচ্ছে রাখি। ওয়ামা তাওফীকি ইল্লাবিল্লাহ।
বিঃদ্রঃ
উলামায়ে কেরামের জন্য দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত “মুআওয়াজা আলাত তারাবীহ কি শরয়ী হাইসিয়্যাত” নামক ফাতওয়াটি সন্নিবেশিত করে দেয়া হল।
1391338104 Muawaza alattarawih_Risala
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]