প্রশ্ন
নাম: রাকিব আহমেদ
জেলাঃ নারায়নগঞ্জ
অবস্থানঃ বাংলাদেশ
মাগরিবের আজান হওয়ার পর মুসুল্লিদের জন্য কি কিছুক্ষন দেরি করা যাবে নাকি সাথে সাথে জামাতে দাড়াতে হবে?
উত্তর দিলে উপকৃত হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মাগরিবের আজানের পর বেশি দেরী না করে দ্রুত নামায পড়ে নেয়াই সুন্নাহ সম্মত আমল।
বাকি যদি মুসল্লিদের আস্তে দেরী হয়, তাহলে কিছুটা দেরী করা যায়। বাকি দ্রুত নামায শুরু করাই উত্তম।
হযরত সালামা রাঃ বলেন,
كنا نصلى مع النبى صلى الله عليه وسلم المغرب اذا توارت بالحجاب (صحيح البخارى)
সূর্য অস্ত যাবার সাথে সাথেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামায আদায় করতাম। [বুখারী-১/৭৯]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।