প্রশ্ন
ফেইসবুক/ইন্টারনেট ইহুদীদের আবিস্কার করা। তো এসব ব্যবহার করে ইসলাম প্রচার করা কতটুকু বৈধ? দয়া করে ব্যাখ্যা করলে খুশি হবো। আজকাল কিছু ভাই এ নিয়ে প্রশ্ন তুলছে। আপনাদের মতামত কামনা করছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
কোন কিছুর আবিস্কারক অমুসলিম হলেই তা ব্যবহার কার নাজায়েজ হয়ে যায় না। যদি মূলনীতি তা’ই হয়, তাহলে মোবাইল, কম্পিউটার, বিমানে করে হজ্ব করতে যাওয়া কোন কিছুই বৈধ থাকবে না।
তাই ফেইসবুক, ইন্টারনেট অমুসলিমদের আবিস্কার হলেও এসবের সঠিক ব্যবহার করে ইসলাম প্রচার কাজে ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ। ইন্টারনেট একটি সীমানাহীন ক্ষেত্র। যেখানে দেশের গন্ডি পেড়িয়ে পৃথিবীর যেকোন প্রান্তের, যে কোন মতের অগণিত মানুষের কাছে খুব সহজেই দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া যায়। তাই এর যথার্থ ও কৌশলী ব্যবহার দ্বীনের জন্য উপকারী বৈ অপকার হবে না। আর প্রতিটি জায়েজ পথ ও পদ্ধতির মাঝে ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাই ইন্টারনেটের সীমাহীন দিগন্তে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিয়ে ইসলামকে দালীলিকভাবে বিজয়ী করা বিশেষজ্ঞ ব্যক্তিদের জন্য একটি দায়িত্বও বটে। তবে এক্ষেত্রে চোখের হিফাযত ও অন্যান্য গোনাহ থেকে নিজেকে রক্ষা করে চলা খুবই জরুরী।
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ [٩:٣٣]
তিনিই প্রেরণ করেছেন আপন রসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে, যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। [সূরা তওবা-৩৩]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
 আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
				 
			 
			
