প্রশ্ন
ভাইজান !
অয়েচ কোরানির দাত ভাংগার ঘটনাটা কতটুকু সত্য ? আসলে ঘটনাটা কি?জানালে খুসি হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
উক্ত ঘটনাটি বহুল প্রচলিত। সেই সাথে সাধারণ বক্তাদের মুখে মুখে শোনা যায় উক্ত গল্পটি। কিন্তু বাস্তবে উক্ত ঘটনাটির প্রমাণ্য কোন সূত্র পাওয়া যায় না। তাই এটিকে লোকমুখে ছড়ানো একটি ভিত্তিহীন ঘটনা ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না।
মোল্লা আলী কারী রাহ. বলেন, এ ঘটনা প্রমাণিত নয়। (দ্র. আলমা‘দিনুল আদানী, আলবুরহানুল জালি ফী তাহকীকি ইনতিসাবিস সুফিয়্যাতি ইলা আলী, পৃ. ১৬৪-১৬৫)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।