প্রশ্ন
নাম: শাফিউল হাসান
সালামু আলাইকুম। সম্পূর্ণ কাপড় ছাড়া ফরজ গোসল সম্পন্ন করলে কি কোন সমস্যা হবে? একটু জানাবেন
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। তবে এভাবে গোছল করলে গোছল আদায় হবে না, বিষয়টি এমন নয়। বরং গোছল শুদ্ধ হয়ে যাবে।
حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ؟ قَالَ: احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ، فَقَالَ: الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ؟ قَالَ: إِنْ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ، قُلْتُ: وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا، قَالَ: فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ.
মুয়াবিয়া বিন হাইদা হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাঃ কে জিজ্ঞাসা করলাম যে, আমাদের থেকে আমাদের সতরকে লুকিয়ে রাখবো আর কাদের থেকে নয়? রাসূল সাঃ ইরশাদ করলেন, তোমার স্ত্রী ও তোমাদের কৃতদাসী ছাড়া সর্বদা তোমার সতরকে ঢেকে রাখবে। তখন এক ব্যক্তি বললেন, এক পুরুষ আরেকজন পুরুষের সাথে থাকা অবস্থায়ও জরুরী? রাসূল সাঃ বললেন, যথা সম্ভব তা কারো সামনে খুলবে না। আমি বললাম, ব্যক্তি যখন একাকী থাকে তখনো? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাকে অধিক লজ্জা করা উচিত। [সুনানে তিরমিজী, হাদীস নং-২৭৬৯]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।