প্রশ্ন
আসসালামু আলাইকুম,
আমি মোঃ গোলাম কিব রিয়া । আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার , আমরা বিভিন্ন ধ্ররনের সফটওয়্যার বানাই। কোন ব্যাঙ্ক এর সফটওয়্যার বানান অথবা বিক্রি কি জায়েজ হবে? অথবা আমি জেই কোম্পানি তে জব করি তারা যদি ব্যাঙ্ক এর সফটওয়্যার বানাই তাহলে কি অই কোম্পানি তে জব করা ঠিক হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জায়েজ আছে। তবে বিরত থাকাই উত্তম।
দেখুন-
জামিয়া বিন্নুরিয়া আলমিয়া ফাতওয়া বিভাগ, সিরিয়াল নং-৩৮৮৬, ফাতওয়া নং-৩৭,৪২০।
দারুল উলুম দেওবন্দ ফাতওয়া অনলাইন বিভাগ, ফাতওয়া নং-২১৪৪২।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
Jajhakallah khair..
উত্তর সব আরবীতে তাই বুঝতে পারছিনা। বাংলায় অনুবাদ করে দিলে বুঝতে পারব।
আরবী পেলেন কোথায়? উক্ত প্রশ্নের জবাবে বলা হয়েছে, ব্যাংকের সফটওয়্যার তৈরী করা যায়েজ আছে। তবে না করা উত্তম যদি সুদী ব্যাংক হয়।