প্রশ্ন
আমি আমার ছেলের নাম রাখতে চাচ্ছি মোঃ মউকিব আল্ আরশ
সেটার পূর্ণ্য অর্থ ও কেমন হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এ নাম রাখা যাবে না। কারণ এর কোন সুন্দর অর্থ নেই।
আপনি শব্দটি “মাউকিব” বলতে চাচ্ছেন না “মাউকিফ” বলতে চাচ্ছেন তা পরিস্কার নয়।
যদি “মাউকিব” বলেন, তাহলে পূর্ণ নামের অর্থ হবে “আরশের গর্তকারী বা খননকারী” ইত্যাদি।
আর যদি “মাউকিফ” হয়ে থাকে, তাহলে অর্থ হবে “আরশের স্থান” ইত্যাদি।
কোনভাবেই উক্ত শব্দটির সুন্দর অর্থ হয় না। তা’ই এ নাম রাখা যাবে না।
আল্লাহর গুণবাচক নাম, বা নবীদের নাম, সাহাবীদের নাম রাখতে পারেন। জাযাকাল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।