প্রচ্ছদ / ঈমান ও আমল / নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন?

নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন?

প্রশ্ন

মাননিয় মুফতি সাহেব আমার এলাকার একজন প্রশ্ন করেছেন যে আমরা তো নবির উপর দুরুদ পড়ি কিন্তু নবি কার উপর দুরুদ পড়বে? দ্রুত জানালে খুব খুশি হবো।

প্রশ্নকর্তা- Salman Dewan

উত্তর

بسم الله الرحمن الرحيم

দরূদকে আরবীতে সালাত বলা হয়। সালাত শব্দের একাধিক অর্থ এসেছে কুরআন ও হাদীসে।

এক আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন-اقيموا الصلاة  তথা সালাত কায়েম কর। আরেক আয়াতে বলেছেন-إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ   তথা নিশ্চয় আল্লাহ তায়ালা এবং ফেরেস্তারা নবীজীর উপর সালাত পড়ে। এই আয়াতের শেষাংশে এসেছে-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًاতথা হে মুমিনরা তোমরাও তাঁর উপর সালাত পড় এবং তাঁকে সালাম জানাও। {সূরা আহযাব-৫৬}

এই সকল স্থানে লক্ষ্য করুন-“সালাত”শব্দটির দিকে। তিনটি স্থানে সালাত এসেছে। এই তিন স্থানের সালাত শব্দের ৪টি অর্থ। প্রথম অংশে সালাত দ্বারা উদ্দেশ্য হল “নামায”অর্থাৎ আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিলেন যে, তোমরা নামায কায়েম কর।  {সূরা বাকারা-৪৩}

আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তায়ালা ও তার ফেরেস্তারা নবীজী সাঃ এর উপর সালাত পড়েন মানে হল-আল্লাহ তায়ালা নবীজী সাঃ এর উপর রহমত পাঠান, আর ফেরেস্তারা নবীজী সাঃ এর উপর সালাত পড়েন, মানে হল, ফেরেস্তাগণ রাসূল সাঃ এর জন্য মাগফিরাতের দুআ করেন।

আর তৃতীয় আয়াতাংশে “সালাত”দ্বারা উদ্দেশ্য হল উম্মতরা যেন নবীজী সাঃ এর উপর দরূদ পাঠ করেন।

(الكليات معجم في المصطلحات والفروق اللغوية ـ لأيوب بن موسى الحسيني القريمي الكفوي)

 

সালাত সম্পর্কিত উপরোক্ত আলোচনা বুঝে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন, রাসূল সাঃ কার উপর সালাত পড়ছেন? নিশ্চয় নিজের উপরই দরূদ পড়েন। কারণ, রাসূল সাঃ নামাযে যখন দরূদ শরীফে পড়ছেন-

اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ،

অনুবাদ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ [সাঃ] এর উপর এবং তার পরিবারবর্গের উপর রহমত পাঠাও, যেমনিভাবে ইবরাহীম আঃ এর উপর রহমাত পাঠিয়েছো। আর মুহাম্মদ [সাঃ] এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল কর, যেমন হযরত ইবরাহীম আঃ এর উপর বরকত নাজিল করেছিলে।

নিশ্চয় এবার বিষয়টি পরিস্কার হয়েছে যে, রাসূল সাঃ দরূদ পড়লে কোন সমস্যা নেই। রাসূল সাঃ নিজের উপর আল্লাহ তাআলা যেন রহমাত বর্ষন করেন, সেই দুআ তিনি দরূদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করে থাকেন। তাই রাসূল সাঃ কার উপর দরূদ পড়েন? এমন প্রশ্ন করাটার আর যৌক্তিকতা বাকি থাকে না।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালকতালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *