প্রচ্ছদ / ইতিহাস ও ঐতিহ্য / সুলাইমান আঃ এর একত্র করা খানা এক মাছের খেয়ে ফেলা সম্পর্কিত ঘটনার বাস্তবতা কী?

সুলাইমান আঃ এর একত্র করা খানা এক মাছের খেয়ে ফেলা সম্পর্কিত ঘটনার বাস্তবতা কী?

প্রশ্ন

Assalamu alaikum

I would be grateful if you kindly let us know the authenticity of a ” story of Hazrat Sulaiman (PBH)  of inviting all living creations to be his guest and to feed them, then a giant fish from the sea engulfed all the food at a time.”

People say different things about he authenticity of this story

Jazakumullah.

উত্তর

بسم الله الرحمن الرحيم

وعليكم السلام ورحمة الله وبركاته

নুযহাতুল মাযালিস ওয়া মুনতাখাবুন নাফায়িস নামক গ্রন্থে উক্ত ঘটনাটি বর্ণিত হয়েছে।

সুলাইমান আঃ একদিনের জন্য সমস্ত সৃষ্টিজীবের খানার ইন্তেজাম করার অনুমতি আল্লাহ তাআলা থেকে গ্রহণ করেন। তারপর সমস্ত সৃষ্টিজীবের জন্য তিনি প্রচুর খাবার একত্রিত করেন। কিন্তু তা একটি সামুদ্রিক মাছ এসে এক লুকমায় খেয়ে ফেলে। খাবার পর উক্ত মাছ বলে “হে আল্লাহর নবী! আমিতো ক্ষুধার্ত! তখন সুলাইমান আঃ বললেন, “তোমার প্রতিদিনকার খাবার কি এর চেয়ে বেশি?” মাছ বলে “এর চেয়ে কয়েকগুণ বেশি, আমি প্রতিদিন সত্তর হাজার মাছ খাই”। [নুযহাতুল মাযালিস ওয়া মুনতাখাবুন নাফায়িস]

কিন্তু এ ঘটনা সহীহ না গলত এ ব্যাপারে আমরা কোন কিছু আমাদের সাধ্যমত খুঁজেও কিছু পাইনি। তাই এ ঘটনা বর্ণনা করার অনুমতি অন্তত আমরা যেমন প্রদান করতে পারছি না। আবার তা বানোয়াট বলেও ঘোষণা করতে পারছি না।

তবে নবীওয়ালী শানের খেলাফ মনে হয় বাহ্যিকভাবে উক্ত ঘটনাটি। তাই এমন ঘটনা সহীহ সূত্রে না জেনে বর্ণনা করা থেকে বিরত থাকাই শ্রেয়। যারা এ ঘটনা বলে থাকেন, তাদের উক্ত ঘটনার সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করে নিলে ভাল হবে।

ঘটনাটি যাচাই সুবিধার্তে ঘটনাটির আরবী পাঠ দিয়ে দেয়া হল-

فقال: قال سليمان عليه السلام لنملة: كم رزقك في كل سنة؟ قالت: حبة حنطة. فحبسها في قارورة وجعل عندها حبة حنطة فلما مضت السنة فتح القارورة فوجدها قد أكلت نصف الحبة فسألها عن ذلك فقالت: كان اتكالي على الله قبل الحبس، وبعده كان عليك فخشيت أن تنساني فادخرت النصف إلى العام الآتي. فسأل ربه أن يضيف جميع الحيوانات يوما واحدا فجمع طعاما كثيرا فأرسل الله تعالى حوتا فأكله أكلة واحدة، ثم قال: يا نبي الله؛ إني جائع. فقال: رزقك كل يوم أكثر من هذا؟ قال: بأضعاف كثيرة. وفي حادي القلوب الطاهرة قال: إني آكل كل يوم سبعين ألف سمكة. وكان طعام سليمانعليه السلام لعسكره كل يوم خمسة آلاف ناقة وخمسة آلاف بقرة وعشرين ألف شاة. اهـ.

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালকতালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

 

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *