প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সৎ দাদিকে বিবাহ করা যাবে কি?

সৎ দাদিকে বিবাহ করা যাবে কি?

নাম প্রকাশে অনিচ্ছুক . গাজীপুর

প্রশ্ন:

দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী) বিয়ে করা বৈধ হবে কি?

উত্তর:

দাদার স্ত্রী মাহরামের অন্তর্ভুক্ত। তাকে বিবাহ করা জায়েয নয়।

-সূরা নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/২৮

উত্তর লিখনে

মার্কাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা।

0Shares

আরও জানুন

জাহান্নাম ছাড়া সব কিছুর মালিক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?

প্রশ্ন মোহাম্মাদ জীবন ঢাকা যাত্রাবাড়ী। প্রশ্নঃ বাংলাদেশের রেজাখানীদের গুরু আকবর আলি রেজবি তার এক বক্তব্যে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস