প্রশ্ন
ফুফু যদি দুধ মা হয় তাহলে তার মেয়েদের বিয়ে করা যাবে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, যাবে না। নিষিদ্ধ। কারণ, তখন ফুপাতো বোনেরা শুধু ফুপাতো বোন থাকে না, বরং দুধবোনও হয়ে যায়।আর দুধবোনকে বিবাহ করা হারাম।
ولا يرضع المرضعة أحد من ولد التى ارضعت لأنه أخوها ولا ولد ولدها لأنه أخيها، (هداية-2/351
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।