প্রশ্ন
আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহ র রহমতে ভাল আছেন। আমার প্রশ্নঃ যারা দীর্ঘ দিন নামায রোজা এই সব সম্পর্কে জানত না। তারা ২০/২৫ পর জানলে তাদের কাজা নামায রোজাগুলো পুরন করতে হবে কিনা? বিশেষ করে যারা দীর্ঘদিন কমিউনিষ্ট শাসিত আঞ্চলে থাকতে বাধ্য হয়েছে যেখানে কোরান হাদিস নিষিদ্ধ ছিল, তাদের জন্য হুকুম কি?
মোহাম্মাদ মামুনুর রশীদ
চট্টগ্রাম।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসলমানদের উপর নামায রোযা আবশ্যক একথাটি যদি সত্যিই না জেনে থাকে, তাহলে উক্ত সময়কার কাযা হওয়া নামায ও রোযা পরবর্তীতে আর কাযা করতে হবে না। বাকি যখন থেকে জানার পর থেকে যেন আর কাযা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
فى الدر المختار- (وَيُعْذَرُ بِالْجَهْلِ حَرْبِيٌّ أَسْلَمَ ثَمَّةَ وَمَكَثَ مُدَّةً فَلَا قَضَاءَ عَلَيْهِ) لِأَنَّ الْخِطَابَ إنَّمَا يَلْزَمُ بِالْعِلْمِ أَوْ دَلِيلِهِ وَلَمْ يُوجَدَا (رد المحتار-2/536)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।