প্রশ্ন
আসসালামো আলাইকুম
জানাব আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাকে জাযায়ে খায়ের করুন
আপনার এই দ্বীনি খেদমতের জন্য ।
আমার নাম রুহুল আমিন , আমি একজন ভারতীয় ।
আমার প্রশ্ন হল –
এক গায়ের মুকাল্লিদ বলেছেন হিদায়া কিতাবে ৫২৫,২৬ পৃষ্টাতে বলা হয়েছে চোর যদি নাকাব পরে চুরি করে তাহলে তার হাত কাটা হবেনা ,
তো আমার জিজ্ঞাসা আপনার কাছে হানাফি মাজহাবে চোরের সাজা কিরূপ ??
এ বিষয় বিস্তারীত জানিয়ে বাধিত করবেন
জাযাকআল্লাহু খায়রান
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআন ও হাদীসে চোরের যে শাস্তির কথা বলা হয়েছে। হানাফী ফিক্বহ গ্রন্থে সে শাস্তির কথাই পরিস্কার ভাষায় ও ব্যাখ্যাসহ বর্ণিত হয়েছে। কুরআন ও হাদীস বিরোধী কোন কথা লিখা হয়নি।
নেকাব পরিধান করে চুরি করলে উক্ত চোরের হাত কাটা হবে না মর্মে কোন ইবারত ফিক্বহে হানাফীর কোথাও নেই। যিনি বলেছেন হিদায়া গ্রন্থে নেকাব পরিধান করে চুরি করলে হাত কাটা হবে না মর্মে বক্তব্য লেখা হয়েছে তিনি সুষ্পষ্ট মিথ্যা কথা বলছেন। আল্লাহ তাআলা এমন মিথ্যুকদের মিথ্যাচার থেকে সরলপ্রাণ মুসলমানদের হিফাযত করুন।
চুরির শাস্তি বিষয়ে হিদায়া গ্রন্থে পরিস্কার উল্লেখ আছে-
وإذا سرق العاقل البالغ عشرة دراهم أو ما يبلغ قيمته عشرة دراهم مضروبة من حرز لا شبهة فيه وجب عليه القطع ” والأصل فيه قوله تعالى: {وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا} [المائدة: من الآية38]
আর যখন কোন বোধবুদ্ধি সম্পন্ন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দশ দিরহাম বা তার চেয়ে বেশি মূল্যের বস্তু চুরি করে সংরক্ষিত স্থান থেকে যেটি সংরক্ষিত হবার ব্যাপারে কোন সন্দেহ নেই, তাহলে উক্ত ব্যক্তির হাত কাটা আবশ্যক। আর বিষয়ে দলীল হল আল্লাহর বাণী “চুরিকারী পুরুষ ও নারীর হাত কর্তিত কর। [মায়িদা-৩৭] {হিদায়া-২/৫১৫-৫১৬}
একই বক্তব্য রয়েছে ফিক্বহে হানাফীর অন্যান্য গ্রন্থাবলীতে। তাই নেকাব পরিধান করে চুরি করলে চোরের হাত কাটা হবে না মর্মের বক্তব্যটি ফিক্বহে হানাফীর উপর মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।