প্রশ্ন
রমজান মাসে দিনের বেলা খাবার দাবারের হোটেল ব্যবসা করার হুকুম কী? উত্তর জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যে ব্যক্তি শরয়ী উজর ছাড়া রমজান মাসে দিনের বেলা খানা খেতে আসে, আর একথা জেনে শুনে তার কাছে খানা বিক্রি করা জায়েজ হবে না। আর যদি জানা না থাকে বা উজরওয়ালা ব্যক্তির কাছে বিক্রি করে তাহলে জায়েজ আছে। {ফাতওয়া উসমানী-৩/৮৪}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।