প্রচ্ছদ / আহলে হাদীস / কথিত আহলে হাদীস ফিরক্বা বিষয়ে প্রাজ্ঞতা অর্জনের জন্য কী কী কিতাব মুতালাআ করা যায়?

কথিত আহলে হাদীস ফিরক্বা বিষয়ে প্রাজ্ঞতা অর্জনের জন্য কী কী কিতাব মুতালাআ করা যায়?

প্রশ্ন

শাইখ আমি জালালাইনে পড়ি, আমি বিতর্ক ধরনের উত্তর শিখতে চাই,বিষেশত আহলে হাদিসের বিষয়ে ,কারন আমাদের এলাকায় নতুন করে শুরু হতে চাচ্ছে,

আমি কিভাবে শিখতে পারি???

উত্তর

بسم الله الرحمن الرحيم

কথিত আহলে হাদীস ও অন্যান্য ভ্রান্ত মতবাদ সম্পর্কে মুনাজির হবার জন্য কয়েকটি কিতাব পড়া আলেম উলামা ও মাদরাসা ছাত্রদের জন্য আমি অধমের কাছে জরুরী বলে মনে হয়। যেমন-

তাযাল্লিয়াতে সফদর-মুনাজিরে আজম আল্লামা মুহাম্মদ আমীন সফদর উকাড়বী রহঃ।

ফতুহাতে সফদর-মুনাজিরে আজম আল্লামা মুহাম্মদ আমীন সফদর উকাড়বী রহঃ।

আনওয়ারাতে সফদর-মাওলানা মুহাম্মদ মাহামূদ আলম সফদর উকাড়বী।

হাদীস আওর আহলে হাদীস এক তাহকীক এক তাযজিয়া-আল্লামা আনোয়ার খুরশীদ।

ফিরক্বায়ে আহলে হাদীস পাক ওয়া হিন্দ কা তাহকীকী জায়েযাহ-মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস ঘুম্মান।

তুহফায়ে আহলে হাদীস-আবু বেলাল ঝংভী।

তাকলীদে শরয়ী কি জরুরত-মুফতী আব্দুর রহীম লাজপুরী রহঃ।

ইখতিলাফুল উম্মাহ-শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া কান্ধলবী রহঃ।

ফিক্বহে ইসলামী আওর গায়রে মুকাল্লিদীন-মাওলানা মুফতী শুয়াইবুল্লাহ খান মিফতাহী।

১০

ফিক্বহে হানাফী পর ইতিরাজাত কে জাওয়াবাত-পীরজী সাইয়্যেদ মুশতাক আলী শাহ।

১১

ইবারাতে আকাবীর-আল্লামা সরফরাজ খান সফদর রহঃ।

১২

তায়েফায়ে মানসূরাহ- আল্লামা সরফরাজ খান সফদর রহঃ।

১৩

আসারুল হাদীস-ড.আল্লামা খালিদ মাহমূদ।

১৪

ইকদুল জীদ-মুসনিদুল হিন্দ শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দেসে দেহলবী রহঃ।

১৫

ঈযাহুল আদিল্লাহ- শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহঃ

আপাতত এ কয়টি পড়ুন। ইনশাআল্লাহ এ কিতাবগুলো সংগ্রহ করে ভাল করে পড়ুন। ইনশাআল্লাহ বিশেষ করে লা-মাযহাবী ফিতনা বিষয়ে অনেক বসীরত অর্জিত হবে। তারপর আপনি নিজেই আরো অনেক কিতাবের সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যা আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

এছাড়া আর আমাদের সাইটে প্রকাশিত ভিডিও এবং প্রবন্ধ নিবন্ধ এবং কথিত আহলে হাদীস ফিরক্বা বিষয়ক প্রশ্নোত্তরও অনেক সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *