প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / মহিলাদের জন্য চুল রং করার হুকুম কী?

মহিলাদের জন্য চুল রং করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা ভালই আছেন। আমার প্রশ্ন হলঃ

চুল রঙ করার ব্যাপারে ইসলামের বিধান কি? আমি যতদুর জানি মেহেদি লাগান জায়েজ আছে (ভুল হলে ক্ষমাপ্রার্থী, সঠিক উত্তর জানালে খুশি হব), কিন্তু যেহেতু একজন নারীর জন্য পরপুরুষের সামনে চুল খোলা রাখার অনুমতি নেই, সেহেতু সে কি তার চুলে রঙ করে মাহরাম অথবা স্বামীর সামনে থাকতে পারবে?

উত্তর 

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحمن

মেয়েদের  জন্য সর্ব প্রকার সাজই জায়েজ আছে।যদি তা কোন খারাপ উদ্দেশ্য না হয় বা শরীয়তে নিষিদ্ধ সাজ না হয়।

স্বামীকে খুশি করার জন্য চুলে মেহেদী দেয়া বা কালো ছাড়া অন্য রং করা মহিলাদের জন্য জায়েজ আছে। কোন সমস্যা নেই। তবে যদি পরপুরুষকে দেখানোর জন্য হয়,তাহলে জায়েজ নেই।

وفى البذل المجهود- قال النووى مذهبنا استحباب خضاب الشعر للرجل والمرأة بصفرة وبحمرة ويحرم خضابه بالسواد على الاصح

وفيه ايضا- (اجتنبوا السواد)…….قال النووى قال الغزالى والبغوى وآخرون من الأصحاب هو مكروه والظاهر عبارتهم انه مكروة تنزيهة ثم قال والصحيح بالصواب انه حرام ومن صرح صاحب الحاوى إلا أن يكون فى الجهاد (بذل المجهود-5/8)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. জাযাকাল্লাহ।।এই ব্লগের পোস্ট আমি নিয়োমিত পড়ি।।কিন্তু প্রশ্ন করতে পারতেছি না

  2. তাহলে কি মহিলারা চুলে মেহেদী ও কালো রং করতে পারবে না ?

    একটু বুঝিয়ে বলবেন প্লিজ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *