প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ছেলেমেয়ে দুই দেশে থাকা অবস্থায় কিভাবে বিবাহ সম্পন্ন করা যায়?

ছেলেমেয়ে দুই দেশে থাকা অবস্থায় কিভাবে বিবাহ সম্পন্ন করা যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

বিবাহ বিষয়ে একটি মাসআলা জানতে চাই।

ছেলে ও মেয়ে উভয়ের পরিবার বাংলাদেশে আছে। এবং পারিবারিকভাবে দুজনের বিবাহ দিতে চায়। কিন্তু ছেলে বিদেশে থাকে। ছেলের আসতে এখনও অনেক দেরী আছে।

কিন্তু বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই দিতে চায়। এমতবস্থায় বিবাহের হুকুম কি?   অথবা, এখন করণীয় কি হবে?  

জানালে উপকৃত হবো।  

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বিদেশে থাকা ছেলে তার বিবাহ করিয়ে দেবার জন্য দেশের কাউকে উকীল নিযুক্ত করবে।

উক্ত উকীল উপযুক্ত সাক্ষীদের সামনে মেয়েকে বা মেয়ের উকীলকে উক্ত ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিবে। আর মেয়ে বা মেয়ের উকীল কবুল করে নিবে, এর দ্বারা বিবাহ সম্পন্ন হয়ে যাবে।

ويصح النكاح بالوكالة….. لأنه عقد ينعقد بالرضا والإنابة (الفتاوى التاتارخانية-4/126، رقم-5722)

ولو صرح بالتوكيل فقال وكلتك بأن تزوجنى نفسك منى، فقالت زوجت صح النكاح (رد المحتار، زكريا-4/70، كرتاشى-3/10)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

মিথ্যা বলে ক্রয় বিক্রয় করার বিধান কি?

প্রশ্নঃ মিথ্যা কথা বলে বেচা কেনা করলে এর বিধান কি?? ফিকহি রেফারেন্স জানিয়ে উপকৃত করার …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস