প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / জাহান্নাম ছাড়া সব কিছুর মালিক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?

জাহান্নাম ছাড়া সব কিছুর মালিক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?

প্রশ্ন

মোহাম্মাদ জীবন ঢাকা যাত্রাবাড়ী।

প্রশ্নঃ

বাংলাদেশের রেজাখানীদের গুরু আকবর আলি রেজবি তার এক বক্তব্যে বলেছিলেন যে দোজখ  ব্যতীত আর সবকিছুর মালিক রাসূলুল্লাহ ( সঃ)।

আল্লাহ শুধু জাহান্নামের মালিক।

ইউটিউবে আকবর আলীর এই বক্তব্য আছে।

 আল্লাহ তা’আলা জাহান্নাম ব্যতীত আর সবকিছুর মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দিয়ে দিয়েছেন তার নামায এবং কোরবানির বিনিময়ে। যা তিনি আর কোনোদিন ফেরত নিতে পারবেন না।

তিনি সুরা কাউসারের অনুবাদের বাংলা ব্যাখ্যায় আকবর আলী রেজভি এই কথা বলেন।

অথচ আমরা সবাই জানি জান্নাত এবং জাহান্নাম এবং সমস্ত কুল কায়িনাতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামীন।

তাই আমি আপনার কাছে আকবর আলী রেজভির এই কথার কোন ভিত্তি আছে কিনা আপনার নিকট জানতে চাচ্ছি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনি যে কথাটি জানেন এটাই সঠিক ও বিশুদ্ধ কথা। আর আকবর আলী রেজভী যে কথা বলেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ও মনগড়া কথা। এর কোন ভিত্তি নেই।

জান্নাত, জাহান্নাম, আসমান জমিন সব কিছুর একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। অন্য কারো নয়।

আল্লাহ তাআলা শুধু জাহান্নামের মালিক বলা আল্লাহর শানে চরম পর্যায়ের গোস্তাখী। এমন ব্যক্তির তওবা ছাড়া মুক্তির কোন উপায় নেই।

তবে আল্লাহ তাআলা নবীকে সবার চেয়ে বেশি সম্মানিত করেছেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অগণিত উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম মুক্ত করে জান্নাত দান করবেন। এটা ভিন্ন বিষয়। কিন্তু মালিকানা একমাত্র আল্লাহর। নবী বা অন্য কারো নয়।

وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ ﴿النور: ٤٢

لَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ ﴿الحديد: ٥

وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿آل‌عمران: ١٨٩

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ ﴿البقرة: ١٠٧

إِنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُحْيِي وَيُمِيتُ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ ﴿التوبة: ١١٦

وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُ وَلِيٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا ﴿الإسراء: ١١١

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا ﴿الفرقان: ٢

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿المائدة: ٤٠

تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّا ﴿مريم: ٦٣

وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿الزخرف: ٧٢

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান প্রসঙ্গে

প্রশ্ন:  সম্মানিত মুফতি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাবী এক বছর যাবত …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস