প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / অবৈধ কাজে লিপ্ত এমন ব্যক্তির কোচিং সেন্টারে চাকুরী করে বেতন নেয়া কি জায়েজ?

অবৈধ কাজে লিপ্ত এমন ব্যক্তির কোচিং সেন্টারে চাকুরী করে বেতন নেয়া কি জায়েজ?

প্রশ্ন

মুহতারাম মুফতি সাহেব।

আমি একজন গণিত টিচার। আমার কোচিং সেন্টারের মালিক অবৈধ কাজকারবার করে। এখন আমার তার বেতন নেয়া কী জায়েজ হবে বা হালাল হবে ?

জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি আপনার বেতন হারাম টাকা থেকে দেয়া না হয়, তাহলে কোচিং করিয়ে বেতন নেয়া জায়েজ আছে।  

الاجرة إنما تكون فى مقابلة العمل (رد المحتار، كتاب الطلاق، باب المهر-4/307)

عن سويد بن غفلة: أن بلال قال لعمر بن الخطاب رضى الله عنه: “إن عمالك يأخذون الخمر والخنازير فى الخراج، فقال: لا تأخذوها منهم، ولكن ولوهم ببيعها، وخذوا أنتم من الثمن، (إعلاء السنن، كتاب البيوع، باب حرمة بيع الخمر والميتة والخنزير والأصنام-14/117)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

ওষুধ কোম্পানী থেকে ডাক্তারের প্রাপ্ত হাদিয়া-গিফট গ্রহণ কী জায়েজ?

প্রশ্ন নামঃ M.s. Shafi আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রশ্নঃ ডাক্তারদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কম্পানির রিপ্রেজেনটেটিভ …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস