প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / সহবাসে অক্ষম এমন মেয়েকে বিবাহ করা যাবে?

সহবাসে অক্ষম এমন মেয়েকে বিবাহ করা যাবে?

প্রশ্ন

আমি একজন মেয়েকে বিবাহ করব কিন্তু ইতিমধ্যে জানতে পারি যে, সে সহবাসে আজিবনের জিন্য অহ্মম.তো এখন মেয়েটি আমায় বলছে যে আপনি আমাকে বিবাহ করেন তবে সহবাস করতে হবে না.এবং আপনি আরোও একটি বিবাহ করবেন.আমি শুধু আপনার স্ত্রী হয়ে থাকতে চাই।

.আর আমার সমস্যার ব্যাপার টা শুধু আমারা তিনজন ব্যতিত আর কেউ জানবে না।

আমার প্রশ্ন হল এই মেয়েকে যে আজীবন সহবাসে অহ্মম তাকে বিয়ে করা কি যায়েজ হবে? দলিল সহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিবাহ শুদ্ধ হবার জন্য সহবাসে সক্ষম হওয়া শর্ত নয়। তাই উক্ত মেয়েকে বিবাহ করা জায়েজ হবে।  

وينعقد بإيجاب من أحدهما وقبول من الآخر (الدر المختار مع رد المحتار، زكريا-4/68)

ركن النكاح: الإيجاب والقبول (الفتاوى التاتارخانية-4/3)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে ফেললে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ আমার। কেউ যদি স্ত্রীর সাথে মজা করতে করতে বা এমনি …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস