প্রশ্ন
কাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম,
কুয়েত অয়েল কোম্পানী,
আল-আহমাদী,
কুয়েত।
মুহতারাম!
আচ্ছালামু আলাইকুম! কেমন আছেন? আমরা আল্লাহর রাহমাতে ভালোই আছি। মুহতারাম! আপনারসাইট থেকে তাহাজ্জুত নামাজের নিয়ম জানতে গিয়ে আপনার ইমেইল পেলাম। এবং আপনার দলিল সহকারে বর্ণনাগুলি আমার খুবই ভালো লেগেছে এমনকি আমার অনেকদিনের কিছু প্রশ্নের জবাব সেখানে পেয়েছি বিধায় আপনার থেকে আরো উপকৃত হতে আশা করছি। তাই নিম্নে কিছু প্রশ্ন পাঠালাম আপনার সময়মত উত্তর দিলে আমরা প্রবাসে অনেকেই উপকৃত হবো ইনশাআল্লাহ॥ সেইসাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে।
প্রশ্ন
নামাজের ইক্বামত অবস্থায় আমার নামাজ ২ অথবা ৩ রাকাত হয়েছে কিন্তু তাশাহুদ অথবা চার রাকাত পুরোতে গেলে তাকবীরে উলা হারাচ্ছি এই অবস্থায় দুই রাকাতে তাশাগুদ এবং তিন রাকাতের সাথে চার রাকাত পুরো করবো নাকি নামাজ ছেড়ে ইমমামের সহিত নিয়ত বাঁধবো।
জবাব
وعليكم السلام ورحة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এক্ষেত্রে নামায ভেঙ্গে ফেলবে না। বরং ছোট ছোট আয়াত দিয়ে দ্রুত পূর্ণ নামায পড়ে জামাতে শামিল হবে।
فى رد المحتار- ( والشارع في نفل لا يقطع مطلقا ) ويتمه ركعتين ( وكذا سنة الظهر و ) سنة ( الجمعة إذا أقيمت أو خطب الإمام ) يتمها أربعا ( على ) القول ( الراجح ) لأنها صلاة واحدة ، وليس القطع للإكمال بل للإبطال (رد المحتار- كتاب الصلاة، باب ادراك الفريضة-2/506
তথ্যসূত্র
ফাতওয়া শামী-২/৫০৬
তাহতাবী আলা মারাকিল ফালাহ-৩৬৭
মাজমাউল আনহুর-১/২১০
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।