প্রশ্ন
এক ব্যাক্তি তার শাশুড়ির সাথে দুখুল ব্যাতিত বাকী সব ধরনের যৌন আচরণ দ্বারা একাধিক বার অন্তরঙ্গ হয়েছে।
[সর্বশেষ এক বছর আগে]পরবর্তীতে ভূল বুঝতে পেরে তাওবাহ করে নিয়েছে।
এক্ষেত্রে তার স্ত্রী তার স্ত্রী তার জন্য হালাল থাকবে নাকি হারাম হয়ে যাবে?
অনুগ্রহপূর্বক দলিলসমুহ সহ উত্তর প্রদান করে বাধিত করবেন।
আল্লাহ্ তা’আলা আপনার ইলম-আমলে বরকত দান করুন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
শ্বাশুরীর সাথে যৌন আচরণ করার কারণে উক্ত ব্যক্তির স্ত্রী তার উপর হারাম হয়ে গেছে। সুতরাং স্ত্রীর সাথে আর কখনোই ঘরসংসার করার সুযোগ নেই।
ومن مسته امرأة بشهوة حرمت عليه امها، وابنتها، قال فى التفح: قوله بشهوة أى بدون حائل (فتح القدير، قديم زكريا-3/213، كويته-3/129، كرتاشى-3/33، زكريا-4/108، الفتاوى الهندية-1/274، جديد-1/340)
حرم أيضا بالصهرية أصل مزنيته وأصل ممسوته بشهوة…… وفروعهن (الدر المختار مع رد المحتار، زكريا-4/107-108، كرتاشى-3/32)
ومن مسته امرأة بشهوة حرمت عليها أمها وابنتها (هداية-2/309)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]