প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / তালাক হওয়া মা বাবার মাঝে কার কথা মান্য করা সন্তানের উপর কর্তব্য?

তালাক হওয়া মা বাবার মাঝে কার কথা মান্য করা সন্তানের উপর কর্তব্য?

প্রশ্ন

আমার মা-বাবার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে অনেক আগে এবং মা আরেকটি বিয়ে করেছেন। মা বাবার সাথে আমার সম্পর্ক ভাল। সঙ্গত কারনে আমি মায়ের সাথেই থাকি। সমস্যাটা হল, মা চায় আমি যেন বাবার কথা না শুনি এবং বাবার বৈশিষ্ট্য না রাখি এবং মায়ের আদর্শে চলি, শুধু তার কথা শুনি। তবে বাবাকে অসম্মান করতে নিষেধ করেন মা। অপরদিকে, বাবা চায় আমি যেন মায়ের সাথে সম্পর্ক না রাখি, মায়ের কথা না শুনি। তারা অনেক আদেশ, নিষেধ করেন যেগুলো আমি মানতে চেষ্ট করি আবার অনেক সময় অবাধ্য হয়ে যাই। আমি চেষ্টা করি হিকমার সাথে বিষয়গুলো সমাধান করা কিন্তু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। কারন মা, বাবা দুইজনই অত্যন্ত বদরাগী। আমি খুবই দুশ্চিন্তায় আছি তাদের অবাধ্য হওয়ায় আমি কি কাবীরা গুনাহ করে যাচ্ছি কিনা আর এর সমাধান কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মা এবং বাবা উভয়ের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে হবে। একজনকে খুশি করতে গিয়ে অপরজনের সাথে দুর্ব্যবহার করা যাবে না। হিকমতের সাথে উভয়কেই সন্তুষ্ট রাখার চেষ্টা করে যাবেন।

একজন অপরজনের সাথে সম্পর্কচ্ছেদ বা দুর্ব্যবহার করতে বললে তা না মানলে আপনি শরীয়তের দৃষ্টিতে অবাধ্য বা গোনাহগার হবেন না। তাই পেরেশান হবার কিছু নেই।

ووصينا الإنسان بوالدين حسنا (العنكبوت-8)

ووصينا الإنسان بوالدين إحسانا (الأحقاف-15)

فلا تقل لهما أف ولا تهنرهما وقل لهما قولا كريما (بنى اسرائيل-23)

وقضى ربك الا تعبدوا إلا اياه وبالوالدين احسانا (اسراء-23)

من البر بهما والإحسان إليهما الا يتعرض لسبهما ولا يعقهما فإن ذلك من الكبائر بلا خلاف (قرطبى، سورة الأسراء، تحت رقم الأية-23، دار الكتب العلمية بيروت-10/156)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *