প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / মেয়েদের জন্য গাল ও কপালের চুল উপড়ে ফেলার হুকুম কী?

মেয়েদের জন্য গাল ও কপালের চুল উপড়ে ফেলার হুকুম কী?

প্রশ্ন

From: মোঃ আশরাফুল ইসলাম
বিষয়ঃ দাফন কাফন ও সাজসজ্জা

মেয়েরা কি তাদের কপালের বা গালের লোম উঠাতে পারবে ? যদি পারে তবে তাদের চেহারার কোন জাগার কতটুকু লোম উঠাতে পারবে?
দয়া করে জানাবেন তাইলে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মহিলাদের জন্য কপাল ও গালের লোমসহ মাথা চুল ছাড়া শরীরের অন্যান্য অঙ্গের লোমও উঠিয়ে ফেলাতে কোন সমস্যা নেই। জায়েজ আছে।

اذا نبت للمرأة لحية، أو شوارب، فلا تحرم إزالته، بل تستحب ولا بأس بأخد الحاجبين وشعر وجهه مالم يشبه المخنث (رد المحتار، زكريا-9/536، كرتاشى-6/373، المسوعة الفقهية الكويتيه-11/273، الفقه الاسلامى وادلته-1/402)

لان الزينة للنساء مطلوبة للتحسين (رد المحتار، زكريا-9/536)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *