প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হলো, আমার বাড়ি কুমিল্লা। আমি ঢাকায় বাসা নিরেয় থাকি। আমি যদি ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে ব্যবসায়িক কাজে রওনা হই। ফেনীর যেখানে যাবো সেই স্থানটি কুমিল্লা থেকে সফরের দূরত্ব নয়।
এমতাবস্থায় আমি যদি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনী গমণ করি, যা ঢাকা থেকে সফরের দূরত্বে। তাহলে কুমিল্লা দিয়ে যাবার কারণে কি আমি মুসাফিরই থাকবো নাকি মুকীম হয়ে যাবো?
দয়া করে বিস্তারিত জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু ঢাকা থেকে কুমিল্লা সফরের দূরত্ব তাই, আপনি কুমিল্লা হয়ে ফেনী যাবার নিয়তে ঢাকা থেকে বের হতেই আপনি মুসাফির হবেন। কসর পড়বেন।
কিন্তু যখনি আপনি কুমিল্লা প্রবেশ করবেন তখন থেকেই মুকীম হিসেবে পরিগণিত হবেন। যেহেতু কুমিল্লা থেকে ফেনীর যে স্থানে আপনি গমণ করছেন, তা সফরের দূরত্ব নয়, তাই আপনি কুমিল্লার পর মুকীমই থাকবেন। মুসাফির হবেন না। তাই আপনাকে কসরের নামায নয়, বরং পূর্ণাঙ্গ নামাযই মুকীম হিসেবে আদায় করতে হবে।
إذا دخل المسافر مصره أتم الصلاة وإن لم ينو الإقامة فيه سواء دخله بنية الاجتياز أو دخله لقضاء الحاجة، كذا فى الجوهرة النيرة، (الفتاوى الهندية-1/142، تاتارخانية-2/33)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]