প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / মুসলিম পতিতা নারীর জানাযা পড়ার হুকুম কী?

মুসলিম পতিতা নারীর জানাযা পড়ার হুকুম কী?

প্রশ্ন

From: মোঃরাকিবুল হাসান
বিষয়ঃ জানাযার নামায

প্রশ্নঃ
কোনো মুসলিম পতিতা নারী যদি মারা যায় তাহলে তার জানাযার  নামায পরার বিধান কি। তাকে মাটি দেওয়ার নিয়ম কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

অন্য মুসলিম মারা গেলে যেভাবে গোসল, কাফন, দাফন ও জানাযা পড়া হয়, তারও তেমনি গোসল, কাফন, দাফন ও জানাযা পড়া হবে।

عن أبى هريرة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صلوا على كل بر وفاجر (السنن الكبرى للبيهقى-4/29، رقم-6832)

عن عمرو بن يحيى رضى الله تعالى عنه قال: صلى رسول الله صلى الله عليه وسلم على ولد الزنا وأمه ماتت فى نفاسها (المصنف لعبد الرزاق-3/534، رقم-6612)

عن ابن عمر رضى الله عنه ان رسول  الله صلى الله عليه وسلم على زانية ماتت فى نفاسها وولدها (رواه الطبرانى فى الكبير-3/41)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *