প্রশ্ন
From: রফিকুল ইসলাম
বিষয়ঃ তালাকের নিয়ত না করে কিছু বললে কি তালাকের সম্ভাবনা আছে?
প্রশ্নঃ
আসসালামুআলাইকুম হুজুর।
যথা নিয়মে সন্ধায় আমি আমার স্ত্রীকে তার কোচিং সেন্টার থেকে আনতে যাই। কালকে সন্ধায় গিয়েছিলাম। যাওয়ার পথে আমার স্ত্রী আমাকে জানায় তার স্যার কোন একটা বিশেষ উপলক্ষে সবাইকে খাওয়াবে। ব্যাচে তিন জন মেয়ে ও দুই জন ছেলে এক সাথে স্যার পড়ায়।
আমি রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি ভিতরে দুই জন স্যার ও দুই জন ছাত্র এবং তিন জন ছাত্রী খাওয়া শেষ করছে। জানা সত্বেও দেখার পর খুব রাগ হলো কারন ছাত্র দুই জন কে স্যারের বন্ধু ভেবেছিলাম। তখন আমি আমার ফ্রেন্ড (সাথেই ছিল) কে বলি “যদি আরেকবার এই রকম আসে তাইলে আমার সাথে সম্পরক শেষ। ডিরেক্ট বলবো: হয় আমার সাথে সম্পর্ক রাখবে নয়ত স্যারের সাথে”। (যদি আরেকবার আসে তাইলে আমার সাথে সম্পর্ক শেষ অর্থাৎ শেষ করবো। এই ভাবে শেষ করবো যে আমাকে নয়ত স্যারের সাথে সম্পর্ক থাকবে। এই ভেবে কথা টা আমার বন্ধু কে বলেছিলাম। যেন সে আর কোনদিন এই ভাবে রেস্টুরেন্টে না আসে। আমার এইগুলা পছন্দ না।)
পরে যখন বুঝতে পারি ছেলে গুলো ছাত্র তাই আমার স্ত্রীর সাথে রাগ করেছি ঠিক এবং পরের কথা টা বলতে চেয়েছিলাম বলে বর্ণনা করি (হয় আমি নয় স্যার) কিন্তু এমন কোন শর্ত দেই নাই। আর আমার স্ত্রী আমাকে জানায় ভবিষ্যতে আর যাবে না। গেলেও আমার অনুমতি নিবে। আমি না বললে যাবে না।
বলা বাহুল্য ঘটনার সময় তালাকের কোন কথা, বিষয় ও নিয়ত কোন কিছুই মনে ভাবনায় ছিল না। শুধু শর্ত দিতে চেয়ে ছিলাম যেন আর না আসে।
প্রশ্ন হলো আমার স্ত্রী যদি কোনদিন রেস্টুরেন্টে যায় কোচিঙের স্যার ও বন্ধু বান্ধবির সাথে। আমার অনুমতি নিয়ে গেলেও কোন সমস্যা হবে নাকি? (কোন তালাক বর্তাবে নাকি?)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, এভাবে বলাতে কোন তালাক পতিত হয়নি। ভবিষ্যতে রেস্টুরেন্টে আপনার অনুমতি বা অনুমতি ছাড়া গেলেও কোন তালাক পতিত হবে না।
صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة(
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]