প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ফরজ গোসলের পর বীর্য বের হলে আবার গোসল করতে হবে?

ফরজ গোসলের পর বীর্য বের হলে আবার গোসল করতে হবে?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার স্বপ্নদোষ হয়েছিল। তারপর আমি ঘুম থেকে উঠে গোসল করি। গোসলের পর দেখি আমার লিঙ্গ দিয়ে কিছু বীর্য বের হচ্ছে।

এখন কি আমার আবার গোসল করতে হবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি আপনি গোসলের পূর্বে পেশাব করে থাকেন এবং উত্তেজনা বাকি ছিল না। এমতাবস্থায় গোসল করার পর বীর্য বের হলে গোসল করতে হবে না।

কিন্তু যদি উত্তেজনা বাকি থাকা অবস্থায় গোসল করা হয়, তাহলে গোসলের পর বীর্য বের হলে আবার গোসল করতে হবে।

وإذا بال فخرج من ذكره منى فإن كان ذكره منتشرا فعليه الغسل وإن كان منكسرا فعليه الوضوء (الفتاوى التاتارخانية-1/283، هندية-1/41، رد المحتار-1/298، المحيط البرهانى-1/230)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *